ডিএসইতে সাপ্তাহিক লেনদেনে ৯.৪৯% পতন

dseনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে কমেছে সব ধরনের মূল্য সূচক। এসপ্তাহে ডিএসইতে লেনদেনের ৯.৪৯ শতাংশ পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৯৭০ কোটি ২৭ লাখ ১০ হাজার ৩১ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৭৬ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৩৫ টাকার শেয়ার। এই হিসেবে লেনদেনের ৯.৪৯ শতাংশ পতন হয়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৮টি কোম্পানির। আর দর কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৪ দশমিক ২১ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির ৪ দশমিক ৪০ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ১০ দশমিক ৩৭ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ০২ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক দশমিক .৯৮ শতাংশ বা ৪৭ দশমিক ১০ পয়েন্ট কমে গত ৩ সেপ্টেম্বর অবস্থান করছে ৪৭৬৫ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *