ডিএসইতে সূচক কমলেও লেনদেন বৃদ্ধি

dseনিজস্ব প্রতিবেদক :

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সোমবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সূচক কমেছে। দিন শেষে মোট লেনদেনের পরিমান আগের দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে দিন শেষে লেনদেনের মোট পরিমাণ দাড়িয়েছে ৩৮০ কোটি ৫১ লাখ টাকা। যা আগের কার্যদিবস রবিবার ছিল ৩০৮ কোটি ২৮ লাখ টাকা।

এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫০৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৯ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৩৩ পয়েন্টে।

দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে ১১২ টি কোম্পানির দর বেড়েছে। এছাড়া কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টির শেয়ার দর।

টাকার পরিমাণে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানিগুলো হলাে – তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, বেক্স-ফার্মা, বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীন ফোন, বিএসআরএম লি. ও এমজেএলবিডি।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *