ডিএসইতে সূচক ৪,৫০০ পয়েন্টের নিচে

low indexনিজস্ব প্রতিবেদক :

ফের সাড়ে ৪ হাজার পয়েন্টের নীচে নেমে এসেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক। বৃহস্পতিবার সপ্তাহের শেষ লেনদেন দিবস শেষে সূচক এসে দাঁড়িয়েছে ৪৪৭২.১৩ পয়েন্টে। দিনশেষে সূচকের পতন হয়েছে ৪০.৯৬ পয়েন্টের।

বৃহস্পতিবার ডিএসইতে ২৭৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৮৫ কোটি টাকা কম। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ৭১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৭২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭০৩ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, এমজেএল বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, এসিআই লিমিটেড, ফার্মা এইডস, এসিআই ফরমুলেশন এবং শাশা ডেনিমস।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ৮১.০৬ পয়েন্ট কমে দিনশেষে ৮৩২৪.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৭০ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *