ডিএসইতে লেনদেন ৮৫৫ কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

সূচকের উত্থানে শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন সেখানে লেনদেন শুরু হয়েছে এক ঘন্টা ৪৫ মিনিট পরে এবং তা চলে বিকাল ৪ টা ১৫ মিনিট পর্যন্ত। এসময়ের মধ্যে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৫ কোটি টাকা।

সোমবার সপ্তাহের ২য় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সূচক ডিএসইএক্স দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৬১৫ পয়েন্টে। এদিন মোট ৮৫৫ কোটি ৭৮ লাখ টাকা লেনদেন হয়।

দিনশেষে লেনদেনে হওয়া ৩০৮ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৫০টির, কমেছে ৪৯ টির ও অপরিবর্তিত রয়েছে ১৭ টির দর।

টাকার পরিমানে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, এএফসি এগ্রো, আরকে সিরামিকস, বেক্সিমকো লিমিটেড, বারাকা পাওয়ার, সাইফ পাওয়ার, এমজেএলবিডি ও ইউনিক হোটেল।

উল্লেখ্য, আজও গতকাল রবিবারের মতো কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে সকাল সাড়ে ১০টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন বন্ধ ছিল। দুপুর ১২টা ২০ মিনিট থেকে লেনদন চালু হলেও তা বিকেল ৪ টা ১৫ মিনিট পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *