ডিএসইতে ৩১৫ ও সিএসইতে ৩৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন প্রায় ৩১৫ কোটি টাকা হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৫ কোটি টাকার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১১ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৬.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগের দর বেড়েছে। এদিন বেড়েছে ১৩৯ টির, কমেছে ১৩০ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ সুরমা, একমি ল্যাব., জিএইচপি ইস্পাত, শাহজিবাজার পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, বিএসসিসিলি, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল টিউবস, এমজেএলবিডি ও বিএসসি।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল কেডিএস এক্সেসরিজ ও লাফার্জ সুরমা।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে৯৭ টির, কমেছে ৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *