ডিএসইর ডিজিটাল সাবমিশন প্লাটফর্ম উদ্বোধন বৃহস্পতিবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ‘ডিজিটাল বাংলাদেশ’ দর্শনের সাথে সঙ্গতি রেখে তালিকাভুক্তি এবং এর বিভিন্ন প্রয়োজনীয় কমপ্লায়েন্সের জন্য একটি সমন্বিত অনলাইন ডেটা সংগ্রহ, তথ্য জমা ও প্রচারের জন্য প্লাটফর্ম তৈরী করেছে।

ডিজিটাল সাবমিশন অ্যান্ড ডেসিমিশন প্লাটফর্মটি আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪:০০ ঘটিকায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে উদ্বোধন করবেন।

এই ধরনের একটি প্লাটফর্ম দেশের শেয়ারবাজারের জন্য একটি বড় পদক্ষেপ। এই ইনফরমেশনগুলো অনলাইন সাবমিশনের মাধ্যমে দেশের পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। নতুন এই সফটওয়্যারটি ডিএসই’র নিজস্ব দক্ষ কর্মীবাহিনী তৈরি করেছে । যা বিদেশী নির্ভরতা কমানোর জন্য অগ্রণীভূমিকা পালন করবে।

ডিএসই’র ডিজিটাল সাবমিশন অ্যান্ড ডেসিমিশন প্লাটফর্ম একটি স্বপ্ন ছিল। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য ডিএসই’র দক্ষ কর্মী বাহিনী অক্লান্ত পরিশ্রম করেছে। এই সফটওয়্যারের মাধ্যমে ডেটা ইনপুট ও সাবমিশন অতি সহজে ও কম সময়ে করা যাবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *