ডিএসই অফিসের নতুন সময় নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রি-ওপেনিং সেশন, ওপেনিং সেশন, ক্লোজিং সেশন এবং পোস্ট ক্লোজিং সেশন চালু হবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে। আর একারণে ডিএসই ম্যানেজমেন্ট অফিসের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার থেকে ডিএসই অফিসের নতুন সময়সূচী সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত৷ যেখানে পূর্বের সময়সূচী ছিল সকাল ৯:৩০ টা থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত৷ আর অফিস চলাকালীন সময়ে ডিএসইর লেনদেনের সকল কর্মসূচী সম্পন্ন করতে হবে।

এদিকে দুপুর আড়াইটায় স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার পর শুরু হবে ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন। এর ব্যাপ্তি বাড়বে ১০ মিনিট। এসময় বিনিয়োগকারীরা নতুন করে শেয়ার দর প্রস্তাব করতে পারবেন না। শুধু ক্লোজিং প্রাইসে শেয়ার কেনা বেচার সুযোগ পাবেন। এ সেশন হবে ২টা ৪০ মিনিট পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *