ডিএসই সূচক কমলেও বেড়েছে লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিন প্রধান সূচকসহ সবগুলো সূচকের পতন হলেও লেনদেনের পরিমান বৃদ্ধি পেয়েছে। এদিন লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারেরই দর পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪২১ কোটি ৩৩ লাখ টাকা। গতকাল সোমবার এই স্টক এক্সচেঞ্জে ৩৫১ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৪৪.১৪ পয়েন্ট কমে ৪৭২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সোমবার ডিএসইতে এই সূচক ২২.৩০ পয়েন্ট কমে ৪৭৬৮ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট ৩১৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৬ টির দাম বেড়েছে। এছাড়া দর কমেছে ১৬৬ টির। আর অপরিবর্তিত ছিল ৪৫ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – আমান ফিডস, ন্যাশনাল ফিড, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, আলহাজ্ব টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লি., ইসলামী ব্যাংক ও ফার কেমিক্যাল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *