ডিএসইতে সূচক ও লেনদেনের উত্থান

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৪ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৯৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস .৭৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭০ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৫.৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪০ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ৬২ লাখ ১৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে কিছুটা বেশী। গত কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৮০ লাখ ৫৮ হাজার টাকা।

ডিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৬ টির দাম বেড়েছে, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্স ফার্মা, ব্র্যাক ব্যাংক, গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা, ফার কেমিক্যাল, সাইফ পাওয়ারটেক, আইডিএলসি, ইসলামি ব্যাংক,বিএসআরএম স্টিল ও লাফার্জ সুরমা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *