ঢাকা-ভাঙ্গা রেল লাইন চালু হবে আগামী জুনে: রেলমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের জুন মাসে ঢাকা ফরিদপুরের ভাঙা পর্যন্ত শুরু হবে রেল চলাচল। আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সুজন বলেছেন, ‘ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত রেললাইনের কাজ বন্ধ রাখা হয়েছে কাজের সুবিধার জন্য। এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয়টি হচ্ছে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত অংশটি।

এখানে কাজে যে অগ্রগতি সেখানে আমরা আশা করছি যে আগামী জুনে আমার ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেলচলাচল শুরু করতে পারবো। এইলক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। ’
মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন মন্ত্রী।

রেলমন্ত্রী আরো বলেন, ‘সামনে একটি নির্বাচন আছে, নির্বাচনী বছরে প্রকল্পের ৩ ভাগের কাজের অগ্রগতির বিষয়ে টাইমলাইন ঠিক করেছিলাম।

ভাঙা পর্যন্ত রেললাইন ছিলো, তার সাথে কানেক্ট করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী করতে পারবো। এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। ভাঙা থেকে মাওয়া পর্যন্ত কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। আর ভাঙা থেকে যশোর পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ হয়েছে, আর এই অংশটিতে (ঢাকা থেকে মাওয়া) ৬৯ ভাগ পর্যন্ত কাজ শেষ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *