তসরিফা ও ন্যাশনাল ব্যাংকের লেনদেন আজ

lendenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের রেকর্ড ডেটের পর আজ লেনদেন। কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড সর্বশেষ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ৭৮ পয়সা এবং কর-পরবর্তী নিট মুনাফা ২০৮ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা।

আগামী ১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় রাজধানীর হোটেল রেডিসনে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এসংশ্লিষ্ট রেকর্ড ডেট ৩০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০১৪ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হবে। এ সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ৩০ আগস্ট।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *