তিনদিন বন্ধ থাকবে বীমা অফিস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা ভাইরাস সংক্রমন রোধে চলমান লকডাউনে বীমা খাতেও ৩ দিন অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একইসঙ্গে অফিস খোলা রাখার সময়সীমা ৩০ মিনিট বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

নতুন এই নির্দেশনা অনুসারে, আগামী ১৪ জুলাই পর্যন্ত অর্থাৎ লকডাউন চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ রোববারও বন্ধ থাকবে বীমা কোম্পানিগুলোর অফিস। প্রধান কার্যালয় ও জরুরি গুরুত্বপূর্ণ শাখা অফিস সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেন সীমিত সংখ্যক জনবল নিয়ে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা রাখা যাবে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *