তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার

tourism-bg20190415135541স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে নবম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এ খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে আয়োজিত হবে এ মেলা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) শুরু হয়ে তিন দিনব্যাপী মেলা চলবে শনিবার (২১ এপ্রিল) পর্যন্ত। রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সোমবার (১৫ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেলার আয়োজন সম্পর্কে জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় ভারত, নেপাল, ভুটান, কম্বোডিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম, ফিলিপাইন ও সংযুক্ত আরব আমিরাতের ট্যুর অপারেটররা অংশ নেবেন। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন্স, হোটেল এবং রিসোর্ট অংশ নেবে।

টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ভুবন চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক শাহাদাত হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক এ এস এম নজরুল ইসলামসহ টোয়াবের পরিচালক এবং পর্যটন খাত সংশ্লিষ্টরা।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *