দর বাড়ার শীর্ষেও বিবিএস ক্যাবলস

BBS-2(1)স্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ ১০ দর বৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড। গত ১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিগত সপ্তাহে এন ক্যাটাগরির এই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৯ দশমিক ৪৫ শতাংশ। সিএসই’র সাপ্তাহিক লেনদেনের ওপর তৈরিকৃত প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন গড়ে ৩৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে এই কোম্পানির ১১৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে কোম্পানিটি লেনদেনের শীর্ষ স্থানেও অবস্থান করছে। কোম্পানিটি গত ৩১ জলাই শেয়ারবাজারে লেনদেন শুরু করে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্যাংকিং খাতের আরেক কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড। এ ক্যাটাগরির এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১৭ দশমিক ৫০ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৫ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৪৬ কোটি ৩০ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে প্রকৌশল খাতের কোম্পানি মুন্নু জুট স্ট্যাফলারস লিমিটেড। এ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ার দর ১৬ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৪০ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১ কোটি ১৮ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া শীর্ষ ১০ দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ব্যাংক লি.’র ১৫.৭৩ শতাংশ, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইস লি.’র ১২.২৯ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লি.’র ১১.৬৬ শতাংশ, ডাচ বাংলা ব্যাংক লি.’র ১১. ৪০ শতাংশ, ইবনে সিনা ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রি লি.’র ৯.৮১ শতাংশ, বিডি অটোকারস লি.’র ৯.৬৯ শতাংশ এবং মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লি.’র ৯.৩৫ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *