দর বাড়ার শীর্ষে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ

monnoস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ ১০ দর বৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করছে সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিগত সপ্তাহে বি ক্যাটাগরির এই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৪১ দশমিক ৮৮ শতাংশ।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৫ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ২৭ কোটি ১৮ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে অবস্থান করছে আইটি খাতের আরেক কোম্পানি ইনটেক লিমিটেড। এ ক্যাটাগরির এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৩১.৬৪  শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৩৯ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে পাট খাতের কোম্পানি নর্দান জুট ম্যানুফ্যাক্টচারিং কো. লিমিটেড। বি ক্যাটাগরির এ কোম্পানির শেয়ার দর ১৩. ৩৪ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ২৪ কোটি ৮১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া শীর্ষ ১০ দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ফাইন্যান্স লি. ১৩.১৮ শতাংশ, শমরিতা হসপিটাল লি. ১২.৩৫ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লি. ১০.৭৭ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লি. ১০.০৮ শতাংশ, মুন্নু জুট স্ট্যাফলারস লি. ৯.৫০ শতাংশ, ফাইন ফুডলি. ৮.৮৭ শতাংশ এবং আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডে ৮.৬৩ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *