দাবি মেনে নেওয়ায় পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

khulna-pic-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত পাটকলে শ্রমিকদের তৃতীয় দফা ধর্মঘট চলাকালে গতকাল সোমবার রাত ১২টার দিকে সরকারের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের এক বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ১৮ মে থেকে নতুন মজুরি কমিশন অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়া হবে এবং ২৫ মের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

শ্রম অধিদপ্তরের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বকেয়া মজুরি আদায়, মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা গতকাল তৃতীয় দফায় ৯৬ ঘণ্টার টানা ধর্মঘট শুরু করে। দাবি বাস্তবায়নে শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসের পর শ্রমিক নেতারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

এর আগে ধর্মঘটের ফলে খুলনা, যশোর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে। গতকাল চার ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। অবরোধের কারণে সড়ক-মহাসড়কে সৃষ্ট যানজটে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। ব্যাহত হচ্ছে ট্রেন চলাচলও।

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধ, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, পাট খাতে অর্থ বরাদ্দসহ ৯ দফা দাবিতে পাটকল শ্রমিক লীগ সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে ২ এপ্রিল থেকে শ্রমিকরা একই দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করে। এবারও দাবি মানা না হলে ২৫ এপ্রিল প্রতিটি মিলে শ্রমিক সভা এবং ২৭, ২৮ ও ২৯ এপ্রিল টানা ৭২ ঘণ্টা ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানান শ্রমিক নেতারা।

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ, গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া প্রদান, বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, শ্রমিক-কর্মচারীদের নিয়োগ স্থায়ীকরণ, পাট মৌসুমে পাট কেনার জন্য অর্থ বরাদ্দ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করা।

খুলনা অফিস জানায়, খুলনা অঞ্চলে রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম, ইস্টার্ন এবং যশোরের কার্পেটিং ও জেজেআই জুটমিলের শ্রমিকরা চলমান আন্দোলনে সামনের সারিতে থেকে অংশ নিচ্ছে।

ধর্মঘট শুরুর প্রথম দিনে গতকাল সকাল ৬টা থেকে ধর্মঘট ও সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/জে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *