দিনশেষে লেনদেনে সামান্য উত্থান-পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনে সামান্য পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনের সাথে কমেছে মূল্য সূচক। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহের প্রথম দিনে আগের দিনের চেয়ে লেনদেন ২০ লাখ টাকা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪.৩৪ পয়েন্ট কমে ৪৪৮০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ১.৪৮ পয়েন্ট বেড়ে ১০৮৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ০.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৭২১ পয়েন্টে।

দিনভর ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ৮২ লাখ টাকা। গত বৃহস্পতিবার এই বাজারে লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি ৩৯ লাখ টাকার উপরে।

এই দিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- আমান ফিড, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, ওরিয়ন ফার্মা, সিএমসি কামাল, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, আইটিসি, বিএসআরএম লি., কেডিএস ও এমারেল্ড ওয়েল।

অপরদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮২৩ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

এদিন লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। এহিসাবে সিএসইতে লেনদেন ২০ লাখ টাকা বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *