দিনশেষে লেনদেন ও সূচকের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৬৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪২০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৩৩ কোটি ২৮ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪৫৩ কোটি ৮৮ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

এদিন লেনদেনে এগিয়ে থাকা কোম্পানিগুলো হলো – লাফার্জ হোলসিম সিমেন্ট, গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো, বিবিএস ক্যাবলস, বাংলাদেশ শিপিং করপোরেশন, এডিএন টেলিকম, কপারটেক ইন্ডাস্ট্রিজ, এসএস স্টিলস, নর্দার্ণ জুট মেনুফেকচারিং, ওয়াটা কেমিক্যালস ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৮৭ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *