দিনশেষে সূচক বাড়লেও লেনদেন কম

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান স্টক এক্সেচেঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে মূল্য সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৯২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৫৩৪ কোটি ২১ লাখ লেনদেন হয়। এহিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪২ কোটি টাকা কমেছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২৬ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে সমপরিমাণের দর বেড়েছে ও কমেছে। এদিন বেড়েছে ১৩৪ টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- লংকা বাংলা ফাইন্যান্স, ইয়াকিন পলিমার, বিএসসি, সিঙ্গার বিডি, ন্যাশনাল টিউবস, জিএসপি ফাইন্যান্স, এমজেএলবিডি, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল বেক্স ফার্মা।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সেখানে ৩৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইয়াকিন পলিমার।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৯৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *