দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

bsecনিজস্ব প্রতিবেদক :

সিকিউরিটিজ আইন লংঘনের দায়ে ২ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। প্রতিষ্ঠান ২টি হচ্ছে- ফারইস্ট স্টক অ্যান্ড বন্ডস লিমিটেড এবং হলি সিটি সিকিউরিটিজ লিমিটেড।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিএসইসি জানায়, ২ সিকিউরিটিজ হাউজের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদনে সিকিউরিটিজ আইন ভঙ্গের বিষয়টি স্পষ্ট হয়েছে।

ফারইস্ট স্টক অ্যান্ড বন্ডস লিমিটেড এ কমিশনের রুটিন পরিদর্শনের ভিত্তিতে দাখিল করা রিপোর্টে আইন ভঙ্গের বিষয়টি স্পষ্ট হয়। ফলে কোম্পানিটিকে আজকের সভায় ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, আরেক কোম্পানি হলি সিটি সিকিউরিটিজ লিমিটেডের কনসোলিডেটেড কাস্টমার একাউন্টে এ পরিশোধযোগ্য ক্লায়েন্টদের তহবিলে ঘাটতি, নন মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ প্রদান, ঋণচুক্তি ছাড়া মার্জিন ঋণ দেওয়া , ৫ লাখ টাকার উপরে নগদ লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ নীতিমালা ভঙ্গ এবং কোম্পানির পরিচালককে মার্জিন ঋণ সুবিধা দেওয়ার মাধ্যমে আইন ভঙ্গ করেছে। এ আইনগুলো ভঙ্গের কারণে এ কোম্পানিকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *