দুই হাজার কোটি টাকা গেল রাইট শেয়ারে

right sahareনিজস্ব প্রতিবেদক :

২০১৪ সালে তালিকাভুক্ত ৯ কোম্পানি রাইট শেয়ার বিক্রির মাধ্যমে শেয়ারবাজার থেকে ২ হাজার ৬৩ কোটি টাকারও বেশি মূলধন বৃদ্ধি করেছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনুমোদন নিয়ে কোম্পানিগুলো মূলধন বৃদ্ধি করে। এরমধ্যে ৩ কোম্পানি অনুমোদন পেয়েছিল গত বছরের ডিসেম্বরে ।

এ বছরের আরো ১১ কোম্পানি রাইট শেয়ার বিক্রি করে বৃদ্ধির অনুমতি চাইলেও  বিএসইসি ওইসব আবেদন গ্রহণ করেনি।

বিএসইসি সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, গত বছর অনুমোদন পেয়ে চলতি বছর রাইট শেয়ার বিক্রি করে সর্বাধিক ১ হাজার ৫৪ কোটি ৬৯ লাখ টাকা মূলধন বৃদ্ধি করেছে রাষ্ট্র মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবি।

চলতি বছর রাইট শেয়ার বিক্রির মাধ্যমে আরামিট সিমেন্ট ২৫ কোটি ৪১ লাখ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ৩৩ কোটি ৫৬ লাখ, ব্র্যাক ব্যাংক ৪৪৩ কোটি ৩০ লাখ, ডেল্টা স্পিনার্স ৯১ কোটি ৭৩ লাখ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ২০৫ কোটি ৭২ লাখ, জেনারেশন নেক্সট ফ্যাশনস ১১২ কোটি ৪৮ লাখ, মাইডাস ফাইন্যান্স ৬০ কোটি ১৩ লাখ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৩৬ কোটি ২ লাখ টাকা মূলধন বৃদ্ধি করেছে।

শর্ত পরিপালন না করায় এ বছর রাইট শেয়ারের আবেদন গ্রহণ করা হয়নি- বঙ্গজ লিমিটেড, বীচ হ্যাচারি, আইএফআইসি ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ঢাকা ডায়িং এবং সাফকো স্পিনিং লিমিটেড।

তালিকাভুক্তির প্রথম বছরেই রাইট শেয়ার বিক্রির অনুমতি চাওয়ায় অনুমতি দেওয়া হয়নি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, মোজাফফর হোসেইন স্পিনিং মিলস এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

অন্যদিকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির পরিচালনা পর্ষদ রাইট শেয়ার বিক্রির প্রস্তাব করলেও কোম্পানিটির শেয়ারহোল্ডাররা তা অনুমোদন করেননি। এ ছাড়া তাল্লু স্পিনিং কোম্পানির পরিচালনা পর্ষদ একই ধরনের প্রস্তাব এনে পরে ফিরিয়ে নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *