দু’দিন পরেই বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

Benapolস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরুর দুই দিন পর করোনাভাইরাসের সংক্রমনের আশঙ্কায় আবার বন্ধ হয়ে গেছে।

একই কারণে পাঁচ সপ্তাহর বেশি সময় বন্ধ থাকার পর রোজার মাসে বাংলাদেশে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরুর সিদ্ধান্ত হয়। কিন্তু দুই দিন পর ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কায় সেদেশে এর প্রতিবাদ হয়।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, “ভারত থেকে গত দুই দিনে ১৫ ট্রাক পণ্য আমদানি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিবিধান মেনে শূন্যরেখায় লোড-আনলোড করা হয়েছে। কিন্তু ভারতে আন্দোলনের মুখে রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ গেছে। ”

বন্দর ব্যবহারকারী ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মতপার্থক্যের জন্যই এই বাণিজ্য বন্ধ হয়ে গেছে

ভারতের পেট্রাপোল বন্দর ব্যবস্থাপক শুভজিত মণ্ডল বলেন, “সরকারিভাবে বন্দর চালু আছে। কিন্তু বনগাঁয় আন্দোলন করায় পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। আমরা খবর রাখছি পরিস্থিতি শান্ত হলে আবার কাজ হবে।”

বেনাপোল বন্দরও সব সময়ের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন শুল্কভবনের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *