দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র চালু ১৪ মে

teaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৪ মে শুরু হতে যাচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের কার্যক্রম।

রবিবার (০৬ মে) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করে টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সদস্য সচিব জহর তরফদার বলেন, ১৪ মে আনুষ্ঠানিকভাবে শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের প্রথম নিলাম অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের প্রায় সকল ‘টি বায়ার’রা এতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ১৪ মে প্রথম নিলামের পর ২৬ জুন ও ১৭ জুলাই আরো দু’টি নিলাম অনুষ্ঠিত হবে। টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালনায় এ কেন্দ্রে পর পর তিনটি আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হবে। এ সময় চট্টগ্রামে অনুষ্ঠিত চায়ের আন্তর্জাতিক নিলাম বন্ধ রাখা হবে। এই তিন নিলামের পর পরিস্থিতি পর্যালোচনা করে দেশের দ্বিতীয় নিলাম কেন্দ্রের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেবে চা বোর্ড।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব জহর তরফদার, চা নিলাম কেন্দ্র বাস্তবায়ন পরিষদের সদস্য শেখ লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ডা. এমএ আহাদ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/টিএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *