দেশে বিদ্যুৎ বিপর্যয়ে বছরে ৩৩০ কোটি ডলারের ক্ষতি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাসা-বাড়ি, অফিস ও কল-কারখানায় ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বাংলাদেশ বছরে প্রায় ৩৩০ কোটি ডলারের ক্ষতি হয়ে থাকে।

বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য সফলতা অর্জনের পরও বাংলাদেশে বিদ্যুৎ বিপর্যয় নিয়মিত ঘটনা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, প্রতি বছর গড়ে ৪ শতাধিক ঘূর্ণিঝড়ের কারণে এসব বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে থাকে।

যদিও বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩ হাজার মেগাওয়াটের বেশি। এ বিষয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জ্বালানি ঘাটতি, দুর্বল ট্রান্সমিশন ব্যবস্থার কারণে এর ব্যবহার ৫০ শতাংশের নিচে।’

বিশ্বব্যাংকের ফার্স্ট গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিটের অধিনে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। যার অধীনে বাংলাদেশ ৫০ মিলিয়ন ডলার ঋণ পেয়েছে।

গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের সদর দপ্তরে যাওয়ার সময় এ ঋণ অনুমোদন করা হয়।

তবে, এই ঋণের জন্য বিশ্বব্যাংক বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে। যার মধ্যে রয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক ৬টি শর্ত।

ঋণ পাওয়ার আগে সরকারকে দুটি শর্ত মানতে হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *