দেড় ঘন্টায় লেনদেন ৮২৬ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা সাড়ে ১১ টা পর্যন্ত দেড় ঘণ্টায় ডিএসইতে ৮২৬ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০০টি কোম্পানির। আর দর কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১০৮.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮২৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫৬.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮০ পয়েন্টে।

লেনদেনের প্রথম ঘন্টায় ডিএসইতে ৮২৬ কোটি ৪১ লাখ ২৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক ২৭৯.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৯৪৪ পয়েন্টে। আর এসময় ২৩ কোটি ৭৫ লাখ টাকা লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *