নভেম্বরে মিয়ানমার থেকে এসেছে ২১,৫৬০ মেট্রিক টন পিয়াজ

521219c027d95-onionস্টকমার্কেটবিডি ডেস্ক :

মিয়ানমার থেকে স্থানীয় ব্যবসায়ীরা পিয়াজ আমদানি অব্যাহত রেখেছেন। চলতি বছরের নভেম্বর মাসে ২৪ দফায় মিয়ানমার থেকে নৌপথে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন পিয়াজ আমদানি করা হয়েছে। এরআগে অক্টোবর মাসে পিয়াজ আমদানি হয়েছিল ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন। এ ছাড়া সেপ্টেম্বর ও আগস্ট মাসে ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন ও ৮৪ মেট্রিক টন পিয়াজ আমদানি হয়েছিল।

শনিবার বিকেল পর্যন্ত ৭ জন ব্যবসায়ীর কাছে ১১টি ট্রলারে করে ৮৯২টন পিয়াজ টেকনাফ স্থলবন্দরের এসেছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আফসার উদ্দিন।

তিনি বলেন, ভারত ২৯ সেপ্টেম্বর থেকে পিয়াজ রফতানি বন্ধ করে দেন।

এরপর ৩০ সেপ্টেম্বর প্রথম মিয়ানমার থেকে প্রথম চালানে ৬৫০টন পিয়াজ আসে। এরপর থেকে শনিবার বিকেল পর্যন্ত মিয়ানমার থেকে ৪৩ হাজার ৪৬ টন পিয়াজ আমদানি করা হয়েছে। সাত ব্যবসায়ী নূর মোহাম্মদ আবু আহমদ, আব্দুল জব্বার, যদু দাশ, মোঃ সেলিম, কামরুজ্জামান ও এহতেশামূল হক বাহাদুরের পিয়াজ স্থলবন্দরের আসে। এসব পিয়াজ খালাস করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *