নিম্নগামী সূচকে বছর শেষ করলো জাপান শেয়ারবাজার

japanস্টকমার্কেট ডেস্ক :

২০১৪ সালটি বেশ ভালোই কেটেছে জাপান শেয়ারবাজারের জন্য। কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে প্রায় সারা বছরই সূচকের উর্দ্ধমূখী প্রবনতা বজায় ছিল বাজারে। এ বছর রেকর্ড সূচক বৃদ্ধির ঘটনাও ঘটেছে। তবে বছরের শেষ দিনটি মোটেও ভাল যায়নি।

মঙ্গলবার হটাৎ করেই স্থবির হয়ে পড়ে শেয়ারবাজার। নতুল বছরের প্রাক্কালে বাজারে লেনদেনের ঘাটতি ছিল চোখে পড়ার মতো। এদিন সূচক কমেছে প্রায় ২৮০ পয়েন্ট । মোট লেনদেনের পরিমানেও তেমন কোন বৃদ্ধি লক্ষ্য করা যায়নি।

গত ১৮ নভেম্বর রেকর্ড ৩৭০ পয়েন্ট বেড়েছিল সূচক । মঙ্গলবার দিনশেষে Nikkei Index মাত্র ২৭৯.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭,৪৫০.৭৭ পয়েন্টে। এর আগে সোমবার ১৭,৭৩০ পয়েন্টে লেনদেন শেষ হয়।

বিশ্লেষকরা বলছেন মন্দা কবলিত অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারের দেওয়া পদক্ষেপে শেয়ারবাজার কিছুটা চাঙ্গা হলেও এখনো স্বাভাবিক লেনদেনে ফিরতে পারেনি জাপানের শেয়ারবাজার। তবে আসছে বছরে আরো ভালো কিছুর দিকে তাকিয়ে আছে বিনিয়োগকারিরা।

স্টকমার্কেটবিডি.কম/তরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *