নির্বাচনের নেতিবাচক প্রভাবে ভারতের শেয়ারবাজার

indiaস্টকমার্কেট ডেস্ক :

বুথ ফেরত জরিপ অনুসারে দিল্লির বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি পরাজিত হতে পারে। বিশাল ম্যান্ডেটে কেন্দ্র শাসন করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এটি একটি বড় ধাক্কা। বিশ্লেষকরা মনে করছেন, অর্থনীতি এগিয়ে নিতে মোদির প্রতিশ্রুত কাঠামোগত সংস্কারের পথেও একটি নৈতিক বাধা হয়ে দাঁড়াতে পারে এ নির্বাচন। বিনিয়োগকারীরাও কিছুটা অনিশ্চয়তায় রয়েছেন।

সোমবার টানা সপ্তম দিনেও বিক্রয় চাপ অব্যাহত ছিল মুম্বাইয়ের শেয়ারবাজারে। খবর পিটিআই।

আজ আনুষ্ঠানিকভাবে দিল্লির নির্বাচনের ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন। সব জরিপেই এখন পর্যন্ত এগিয়ে আছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

সোমবার টানা সপ্তম কার্যদিবসের মতো কমে ভারতের প্রধান শেয়ারসূচক বিএসই সেনসেক্স। দিন শেষে ১ দশমিক ৭১ শতাংশ বা ৪৯০ দশমিক ৫২ পয়েন্ট কমে সূচকটি ২৮ হাজার ২৩০-এর নিচে নেমে আসে, যা গত ১৬ জানুয়ারির পর সর্বনিম্ন।
ভারতের শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর তথ্যানুসারে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিদেশী বিনিয়োগকারীরা

ভারতের শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর তুলনায় সিকিউরিটিজ বিক্রি করেছে বেশি, যা রুপির ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। সোমবার ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রাটির মান ৬২ দশমিক ২০-এ নেমে যায়, যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

অবশ্য কেবল দিল্লির নির্বাচনকেই বিনিয়োগকারীদের আস্থা কমার কারণ বলে মনে করছেন না বাজারসংশ্লিষ্টরা। সাম্প্রতিক করপোরেট আয় চিত্রটিও বিনিয়োগকারীদের হতাশ করেছে। ডিসেম্বর প্রান্তিকের প্রকাশিতব্য জিডিপি উপাত্ত নিয়েও কিছুটা আশঙ্কায় আছেন তারা।

স্টকমার্কেটবিডি.কম/এস/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *