নূরানী ডায়িংয়ের আইপিও আবেদনের লটারি চলছে

IMG_20170502_104542নিজস্ব প্রতিবেদক :

নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারি ড্র আজ ২ মে অনুষ্ঠিত হচ্ছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠান শুরু হয়েছে। বেলা ১১টা পর্যন্ত রিপোর্টটি লেখা পর্যন্ত এই অনুষ্ঠান চলছে।

এই ড্র অনুষ্ঠানে কোম্পানির ইস্যুম্যানেজারসহ এমডি-চেয়ারম্যানসহ পরিচালনা বোর্ডের সকল কর্মকর্তা ছাড়াও বিএসইসি, ডিএসই, সিএসই, সিডিবিএলের প্রতিনিধিরা উপস্থিত রয়েছে।

কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে প্রায় ১২০০ কোটি টাকার। অন্যদিকে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৪৩ কোটি টাকা তুলবে। এহিসাবে আবেদন জমা পড়েছে মোট চাহিদার ২৭.৯০ গুণ। আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হবে।

কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ শুরু হয় গত ২ এপ্রিল। পরে ১০ এপ্রিল পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন জমা দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *