নূরানী ডায়িংয়ের আইপিও লটারি ফলাফল প্রকাশ

DSC_0494নিজস্ব প্রতিবেদক :

নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারি ড্রয়ের ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠান হয়।

এই ড্র অনুষ্ঠানে কোম্পানির ইস্যুম্যানেজারসহ এমডি-চেয়ারম্যানসহ পরিচালনা বোর্ডের সকল কর্মকর্তা ছাড়াও বিএসইসি, ডিএসই, সিএসই, সিডিবিএলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়ে প্রায় ১২০০ কোটি টাকার। অন্যদিকে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৪৩ কোটি টাকা তুলবে। এহিসাবে আবেদন জমা পড়েছে মোট চাহিদার ২৭.৯০ গুণ। নিয়মানুযায়ী আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হবে।

লটারির ফলাফলটি দেখতে ক্লিক করুন……

Stock Broker / Merchant Bank Code

General Public

Affected Investors

Eligible Investors (Pro Rata Basis)

Mutual Fund (Pro Rata Basis)

কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ শুরু হয় গত ২ এপ্রিল। পরে ১০ এপ্রিল পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন জমা দেয়।

গত ৯ ফেব্রুয়ারি কমিশনের ৫৯৭তম সভায় নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেডকে আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি ৩০ লাখ শেয়ার ছেড়ে মোট ৪৩ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইবিএল ইনভেস্টমেন্টস, ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিএপিএম অ্যাডভাইজরি সার্ভিসেস।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।

DSC_0498

গত ৫ হিসাব বছরে কোম্পানিটির গড়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭৯ পয়সা। আর ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ (এনএভি) ১৪ টাকা ৩৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *