‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পরও হল্টট্রেড

talluস্টকমার্কেট ডেস্ক :

‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করে্ দ্বিতীয় কার্যদিবসে বিক্রেতা সংকটে হল্টট্রেড হয়েছে বস্ত্র খাতের তাল্লু স্পিনিংর শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, সম্প্রতি বস্ত্র খাতের তাল্লু স্পিনিং ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর প্রায় ৩৩.০৬ শতাংশ কমে সর্বশেষ ১৬.৪০ টাকায় লেনদেন হয়। কিন্তু গতকাল কোম্পানিটির শেয়ার দর বেড়েছে প্রায় ৯.৮০ শতাংশ বা প্রায় ১.৫ টাকা। এ সময় কোম্পানিটির শেয়ারের বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, তাল্লু স্পিনিং ২০১০ সালের ২৭ নভেম্বর ২১  অনুপাতে ৪ কোটি ২৮ লাখ ৫১৬টি রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয়। রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয়ার অল্প কয়েক কার্যদিবসের মধ্যেই এ শেয়ারের দর  ৫৫০ টাকা থেকে ৮১০ টাকায় উঠে যায়। ঘোষণা দেয়ার প্রায় সাড়ে ৫ মাস পর গত ২৪ এপ্রিল বিএসইসির অনুমোদন পাওয়ার পর কোম্পানিটি মোট ৪২ কোটি ৮০ লাখ ৫ হাজার ১৬০ টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করে। এ কয়েক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৮০ টাকার নিচে অবস্থান করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *