ন্যায্যমূল্যে পাট কিনতে কাজ করবে ১৫ টিম

JUTE MINIস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ও ন্যায্যমূল্যে পাট কেনা নিশ্চিত করতে ১৫টি টিম গঠন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গঠিত টিমগুলো বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) পাট কেনা মনিটরিং করবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিজেএমসির মিলগুলোতে পাট কেনা সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনয়ন, মানসম্মত পাট কেনা নিশ্চিতকরণে এ উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে অনিয়ম-ত্রুটি দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন জেলায় অবস্থিত বিজেএমসির পাটক্রয় কেন্দ্র তদারকি করাসহ পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম কাজ করবে।

জানানো হয়, এসব টিম পাট কেনাকালীন মৌসুমে প্রতি মাসে অন্তত একবার সরেজমিনে ক্রয়কেন্দ্র পরিদর্শন করবে। দৈনিক পাট কেনা সংক্রান্ত তথ্যাদি (পরিমাণ ,গ্রেড, দর, মিলে সরবরাহের পরিমাণ) সংগ্রহ ও মিনটরিং করবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *