নয় কার্যদিবসে বিএসসির শেয়ার দর প্রায় দ্বিগুণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মঙ্গলবারের পর বুধবারও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর ৯৫ টাকা ১০ পয়সায় কেনাবেচা হচ্ছে। দরবৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ।

শেয়ারদরে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে শেয়ার কেনাবেচার অর্থ হলো— আজ এর থেকে বেশি দরে শেয়ারটি কেনাবেচার সুযোগ নেই। দিনশেষ শেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭০ কোটি ৮৭ লাখ টাকার।। যা লেনদেনের তালিকায় ২য় অবস্থান।

গত ২৩ ডিসেম্বরও বিএসইর শেয়ারটি ৪৯.১০ টাকায় কেনাবেচা হয়েছিল। মাত্র নয় কার্যদিবসে শেয়ারটির দর প্রায় দ্বিগুণ হয়েছে।

দাম কম থাকায় দুই সপ্তাহ আগেও কোম্পানিটির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তেমন আগ্রহ ছিল না। ২৩ ডিসেম্বর বিকেলে বোর্ড সভা শেষে গত হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার পাশাপাশি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পরই শেয়ারটির দর বাড়ছে।

গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ার প্রতি ৪ টাকা ৩৪ পয়সা মুনাফার তথ্য বিনিয়োগকারীদের এ শেয়ারে আকৃষ্ট করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *