পণ্যের দাম আরও বাড়াচ্ছে নেসলে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বের বৃহত্তম খাদ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানি নেসলে চলতি বছরে নিজেদের পণ্যের মূল্য আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার কোম্পানিটির প্রধান নির্বাহী মার্ক স্নেইডার বলেন, পণ্যের উৎপাদনে খরচ বাড়ায় এবং বাৎসরিক মুনাফায় তা নেতিবাচক ভূমিকার পূর্বানুমানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূল্য কি পরিমাণ বাড়ানো হবে সে ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। তবে তিনি বলেছেন, কাঁচামালের মূল্য বৃদ্ধির ফলে যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে এ মূল্যবৃদ্ধি করা জরুরি। খবর রয়টার্সের।

ভোক্তারা ইতোমধ্যে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মূলস্ফীতির কারণে বিপর্যস্ত। এর মধ্যো নেসলের এ মূল্যবৃদ্ধিত তাদের আরও বিপাকে ফেলবে বলে বিশ্লেষকদের ধারণা।

এর আগে গত বছর কোম্পানিটি নেসক্যাফে ইনস্ট্যান্ট কফি ও কিটক্যাট চকলেটের মূল্য ৮ দশমিকু ২ শতাংশ বাড়িয়েছিল। কিন্তু মূল্য বৃদ্ধির প্রভাবের সঙ্গে কাঁচামালের মূল্যবৃদ্ধির ভারসাম্য তৈরি হয়নি বলে কোম্পানিটির দাবি।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *