পাঁচ দিন পর ঊর্ধ্বমুখী সূচক

DSE-UP-4400-728x387নিজস্ব প্রতিবেদক :

টানা পাঁচ দিন কমার পর বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। তবে আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেন কিছুটা কম লক্ষ্য করা গেছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৫৬ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির দর।

লেনদেন হয়েছে ২৩১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বুধবার লেনদেন হয় ২৮৪ কোটি ৫৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে কাশেম ড্রাইসেলস, ফু-ওয়াং ফুড, আরকে সিরামিকস, স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেম, তুংহাই, বেক্স-ফার্মা, লাফার্জ সিমেন্ট, কেয়া কসমেটিকস ও সামিট এলায়েন্স পোর্ট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১০২ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৯৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। লেনদেন হয়েছে ২২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিন লেনদেন হয়েছিল ২৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *