পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: গোলাম দস্তগীর

golamস্টকমার্কেটবিডি ডেস্ক :

পাটজাত পণ্যের ব্যবহার আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

তিনি বলেন, মানুষকে আকৃষ্ট করতে পাট দিয়ে নতুন আইটেম ও নতুন ডিজাইনের পণ্য তৈরি করতে হবে।

রবিবার (১০ মার্চ) দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ’র (নিটার) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি নিজেও দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না। আমার মন্ত্রণালয় থাকবে দুর্নীতিমুক্ত। এখানে কেউ দুর্নীতি করতে পারবে না। আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, নিটার অধ্যক্ষ ড. মিজানুর রহমান প্রমুখ। সূত্র : বাংলানিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *