পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে এসেছে: বাণিজ্যমন্ত্রী

tofailস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে এসেছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘সরকারের নানামুখী উদ্যোগ ও দেশে নতুন পেঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় স্থানীয় বাজারে মূল্য কমে স্বাভাবিক পর্যায়ে এসেছে।’

সোমবার জাতীয় সংসদের প্রশ্ন-উত্তর পর্বে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মো. আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার বৈঠকের শুরুতে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

ক্ষমতাসীন দলের সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়ার সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বন্যার কারণে এবার চাল ও পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। তবে, সরকারের গৃহীত পদক্ষেপে এখন দাম কমে এসেছে। মৌসুম আসার পরও দাম না কমার তথ্যটি ঠিক নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করি। কিন্তু বন্যার কারণে এবার ভারতে পেঁয়াজের উৎপাদন কম হয়েছে। বন্যার জন্য আমাদের এখানে পেঁয়াজ কম উৎপাদিত হয়েছে। তবে, সরকারের পদক্ষেপে ধীরে ধীরে পেঁয়াজের দাম কমে এসে এখন স্বাভাবিক অবস্থায় পৌঁছেছে। পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০০টাকার ওপরে চলে গিয়েছিল। এখন তা ৫৫-৬০টায় নেমে এসেছে।’

এদিকে সংরক্ষিত মহিলা আসনের লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিশ্ব বাজারে খাদ্যের দাম কমার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও খাদ্যশস্যের দাম কমছে। এখন স্থিতিশীল পর্যায়ে আছে। বর্তমানে চালের দাম প্রতি কেজিতে ৪ থেকে ৭ টাকা কমেছে। আটার দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *