পেট্রোবাংলার সিদ্ধান্তের মধ্যে তালিকাভুক্ত কোম্পানি

petro-smbdস্টকমার্কেট ডেস্ক :

পেট্রোবাংলা সম্প্রতি ১৯৩টি শিল্প কারখানায় নতুন গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে গ্যাসের চাপ বাড়ানোর অনুমোদন দিয়েছে ১৬২টি কারখানাকে। এসব কারখানার মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত কয়েকটি কোম্পানিও রয়েছে। পেট্রোবাংলার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ১২ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় গ্যাস সংযোগ কমিটি এ অনুমোদন দেয়। অনুমোদন পাওয়া কোম্পানিগুলোর নামের তালিকা ইতোমধ্যে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে গ্যাস সংযোগ সংক্রান্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে গ্যাস সংযোগ ও গ্যাসের চাপ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

গ্যাসের বাড়তি লোড বা চাপ বৃদ্ধির অনুমোদন পাওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭টি কোম্পানি রয়েছে । কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, শাশা ডেনিমস, এনভয় টেক্সটাইলস, ফারইষ্ট নিটিং অ্যান্ড ডাইং, জেনারেশন নেক্সট এবং স্টাইলক্রাফট লিমিটেড।

অন্যদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কয়েকটি কোম্পানির সাবসিডিয়ারিও নতুন গ্যাস সংযোগ বা বাড়তি লোড পেয়েছে। এর মধ্যে-স্কয়ারের স্কয়ার টয়লেট্রিজ, স্কয়ার কনজ্যুমার, নিউট্রাসিউক্যালস ও স্কয়ার ডেনিমস লিমিটেড রয়েছে। এসিআই গোদরেজ অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড।

প্রসঙ্গত, সংকটের কারণে ২০১০ সালের জুন মাসে গ্যাসের নতুন সংযোগ দেওয়া বন্ধ করে সরকার। এরপর ২০১৩ সালের ১৭ ডিসেম্বর একদিনে ৮২টি শিল্প কারখানায় সংযোগের অনুমোদন দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *