প্যারিস হামলার নেতিবাচক প্রভাব বিশ্ব শেয়ারবাজারে

worldস্টকমার্কেট ডেস্ক :

সম্প্রতি প্যারিসে হামলার ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের শীর্ষস্থানীয় শেয়ারবাজারে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এশিয়ার শেয়ারবাজারে সোমবার বড় দরপতন হয়েছে। তবে দিনের শুরুতে ইউরোপের শেয়ারবাজারে দরপতন হলেও দিনশেষে তা কিছুটা কমেছে।

বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজার একটি স্পর্শকাতর জায়গা। যে কোনো বড় জাতীয় দুর্যোগে এ খাতের ওপর প্রভাব পড়ে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। প্যারিসের ক্ষেত্রেও তাই হয়েছে। তবে এটি সাময়িক বলে মন্তব্য করেন তারা। তাদের মতে, বাংলাদেশের শেয়ারবাজারে এর কোনো প্রভাব পড়বে না।

জানা গেছে, প্যারিসে ভয়াবহ হামলার পর সোমবার ছিল শেয়ারবাজারে প্রথম লেনদেন। আর দিনের শুরুতেই শেয়ারবাজারগুলোতে দরপতন শুরু হয়। এর মধ্যে হংকংয়ের হেংসেং সূচক মঙ্গলবার ৩৮৫ পয়েন্ট কমে ২২ হাজার ১০ পয়েন্টে নেমে এসেছে। জাপানের নিকি সূচক ২০৩ পয়েন্ট কমে ১৯ হাজার ৩৯৩ পয়েন্টে নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি সূচক ২২ পয়েন্ট কমে ২ হাজার ২৩ পয়েন্ট নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নাসডাক সূচক ৭৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৭ পয়েন্টে নেমে এসেছে। এ ছাড়া ডাও জোন্স সূচক ২০২ পয়েন্ট কমে ১৭ হাজার ২৪৫ পয়েন্টে নেমে এসেছে।

এদিকে দিনের শুরুতে প্যারিসের ক্যাক-৪০ সূচক বড় হয়েছিল। তবে দিনশেষে তা ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৮০১ পয়েন্টে নেমে এসেছে। এ ছাড়া জার্মানির ডাক্স সূচক দিনের শুরুতে কমলেও দিনশেষে ২৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৩৭ পয়েন্টে উন্নীত হয়েছে।

তবে ভারতের সেনসেক্স সূচক ১৪৯ পয়েন্ট বেড়ে ২৫ হাজার ৭৬০ পয়েন্টে উন্নীত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *