প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন স্পট মার্কেটে

progoti lস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে আগামীকাল থেকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে। চলবে ১৯ আগস্ট পর্যন্ত। ২০ আগস্ট রেকর্ড ডেটের কারণে এ শেয়ারের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে প্রথমার্ধে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের নিট বীমা তহবিলের প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। এদিকে আগের বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির নিট বীমা তহবিল কমে গেলেও এপ্রিল-জুন প্রান্তিকে এসে তা বেড়েছে।

সম্প্রতি এর পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৪ হিসাব বছরের জন্য ১৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারস্থ টিসিবি মিলনায়তনে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এর তহবিল ১৭ কোটি ৩৫ লাখ টাকা বেড়ে দাঁড়ায় ৪০৬ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা, যা এর আগের বছর একই সময় ১৮ কোটি ১২ লাখ ১০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৩৭৫ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকায়।

দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এপ্রিল থেকে জুন পর্যন্ত কোম্পানিটির নিট জীবন বীমা তহবিল বেড়েছে ৮ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা, যেখানে এর আগের বছর একই সময় তহবিল কমেছিল ২ কোটি ৮ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *