প্রথমদিনের পর থেকেই খানের দরপতন

Khan_Br_PP_Bagস্টকমাকেট ডেস্ক :

লেনদেনের প্রথম দিনেই বড় ধরনের চমক দেখিয়েছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটিড। ওই দিন কোম্পানির প্রতিটি শেয়ারের দাম বেড়েছিল ৬৬০ শতাংশ বা ৬৬ টাকা। এর পর পর দুই দিনই কোম্পানিটির শেয়ারের দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৭ পয়সা। এ ইপিএস এর শেয়ারটির দাম ৭৮ টাকা উঠে যাওয়ায় আঁতকে উঠে অনেকেই। স্পষ্ট হয়ে উঠে শেয়ারটি নিয়ে একটি মহলের কারসাজির চেষ্টা। তবে দ্বিতীয় দিনে এসেই শেয়ারটির মূল্য সংশোধনে অঘটনের চোখ রাঙানি থেমেছে।

ডিএসইর তথ্য আনুযায়ী, মঙ্গলবার শেয়ারটির লেনদেন শুরু হয় ৪৭ টাকা দরে। দিন শেষে খান ব্রাদার্সের শেয়ার ৬৬০ শতাংশ বা ৬৬ টাকা দর বেড়ে সর্বশেষ ৭৬ টাকায় লেনদেন হয়।

বুধবার শেয়ারটির দাম কমেছে ১৪ টাকা বা প্রায় ১৮ শতাংশ। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ৭৬ টাকা ৬০ পয়সা। বুধবার তা কমে ৬৩ টাকা ৮০ পয়সা হয়। আর লেনদেনের তৃতীয় দিনে (বৃহস্পতিবার) এসে শেয়ার দর কমে ৬ টাকা ৪০ পয়সা বা ১০ দশমিক ৩ শতাংশ। লেনদেন শেষ হয় ৫৮ টাকা ৮০ পয়সা।
বৃহস্পতিবার খান ব্রাদাসের শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৫৭ টাকা ৪০ পয়সা দরে।এ দিন কোম্পানির ৪০ লাখ ৮৩ হাজার শেয়ার ৪ হাজার ৮৩৬ বার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *