প্রথম কার্যদিবসেই সূচকের পতন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার সূচকের পতন হয়েছে। তবে সূচক কমলেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।

ঢাকা স্টক এক্সেচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৪১.০২ পয়েন্টে কমে অবস্থান করছে ৪ হাজার ৪৩১.১০ পয়েন্টে। বৃহস্পতিবার গত সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতন হয়েছিল ৪০.৯৬ পয়েন্টে।

আজ রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩১১ কোটি ৬১ লাখ টাকা। গত বৃহস্পতিবার ২৭৪ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছিল।

লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রায় ৭৮ শতাংশেরই দর কমেছে। লেনদেনে অংশ নেয়া ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা, ইফাদ অটোস, মবিল যমুনা, এসিআই, শাশা ডেনিমস, গ্রামীণফোন, খুলনা পাওয়ার, ফার্মা এইডস, বঙ্গজ লিমিটেড।

অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ৬৮.২০ পয়েন্ট কমে দিনশেষে ৮২৫৬.২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *