প্রথম ঘন্টায় সূচক বৃদ্ধি ১৪৯ পয়েন্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা ১১ টায় পর্যন্ত এক ঘণ্টায় ডিএসইতে ৬৭০ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টি কোম্পানির। আর দর কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪৯.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯১৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৫.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮১.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ পয়েন্টে।

লেনদেনের প্রথম ঘন্টায় ডিএসইতে ৬৭০ কোটি ৯৮ লাখ ২৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক ৪২০.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭,২১৭ পয়েন্টে। আর এসময় ২৯ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *