প্রথম দিন ইতিবাচক ধারায় লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

ইতিবাচক ধারা বজায় রেখে শেয়ারবাজারে শেষ হলো সপ্তাহের প্রথম দিনের লেনদেন। এতে দুই স্টক এক্সচেঞ্জেই বেড়েছে সূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ঢাকার শেয়ারবাজারে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৯.৭১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮০ পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইতে আজ ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১ টির দাম বেড়েছে। কমেছে ১৪৯ টির, আর অপরিবর্তিত ছিল ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮০৬কোটি ৫৩ লাখ টাকা। গত দিন এই স্টক এক্সচেঞ্জে ৬২৯ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষ অবস্থানে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, খুলনা পাওয়ার কোম্পানি, বেক্সিমকো ফার্মা, ডেসকো, ফার কেমিক্যাল, শাশা ডেনিমস, গ্রামীণফোন, বিএসআরএম লি., বিএসআরএম ষ্টিল ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *