প্রাতিষ্ঠানিক বিয়োগকারীর অভাব পূরণে কাজ চলছে : বিএসইসি চেয়ারম্যান

Sibli Sir WEBস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিয়োগকারীদের যে অভাব রয়েছে তা দ্রুতই পূরণ করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, এ লক্ষ্যে কমিশন কাজ করছে।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) আয়োজিত “কোভিড-১৯ পেন্ডামিক: ইমপ্যাক্ট অন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ অ্যান্ড দ্যা ওয়ে ফরওয়ার্ড” শীর্ষক এক ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএপিএলসির প্রেসিডেন্ট আজম জে চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম। এছাড়াও বক্তব্য রাখেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট কস্ট গ্রুপের পরিচালক তানজীম চৌধুরী। সেমিনার মডারেশন করেন বিএপিএলসির ভাইস প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, কোভিড-১৯ আসায় আমরা নতুন করে অনেক কিছু শিখেছি। কীভাবে পেন্ডামিক মোকাবেলা করে সামনে আগাতে হয়, কোভিড আমাদের সে শিক্ষা দিয়েছে। এই পরিস্থিতির জন্য আমাদের আরও প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, দেশের অর্থনীতির উন্নয়নের শক্তিশালী একটি শেয়ারবাজার অনেক বড় ভূমিকা রাখে। আমরা তেমনি পরিকল্পিত আধুনিক ও উন্নয়নমুখী পুঁজিবাজার গঠনে কাজ করছি। উদ্যোক্তারা যেন এখান থেকে অর্থ উত্তোলন করে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে পারে আমরা সেই ব্যবস্থা করছি।

স্টকমাার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *