প্রিমিয়ার ব্যাংকের নারী কর্মকর্তার কাছে ১ কেজি স্বর্ণ

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গোপন সংবাদের ভিত্তিতে প্রিমিয়ার ব্যাংকের একজন নারী কর্মকর্তার নিকট থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।

কাস্টম হাউসের একটি দল মালয়েশিয়া থেকে ভোর ৪টায় আগত বাংলাদেশ বিমান ফ্লাইট নং-বিজি৮৭ এর যাত্রী রাজিয়া মাহমুদাকে (৫০) গ্রীন চ্যানেল অতিক্রমের পরে তার নিকটে শুল্ক-কর আরোপযোগ্য কোন পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে রাজিয়া তা অস্বীকার করেন। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে মহিলা কর্মকর্তাদের মাধ্যমে তার দেহ তল্লাশি করে “র গোল্ড” আকৃতিতে স্বর্ণসমূহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা।

উল্লেখ্য, আটক যাত্রী প্রিমিয়ার ব্যাংকের এভিপি পদমর্যাদার এবং তিনি কলাবাগান ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার এবং ব্রাঞ্চ অপারেশন ইনচার্জ হিসেবে কর্মরত মর্মে জানায়। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, স্বর্ণসমূহ তার নিজের নয় এবং আর্থিক সুবিধার বিনিময়ে তিনি এই স্বর্ণগুলো বহন করছিলেন।

এ ঘটনায় কাস্টমস আইন, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার এ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *