প্রিমিয়ার লিজিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

premiarস্টকমার্কেট ডেস্ক :

সম্প্রতি শেয়ার দর বাড়ার পিছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে প্রিমিয়ার লিজিং কোম্পানি। শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ জবাব দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিগত পাঁচ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২.২ টাকা বা ২৭.৫ শতাংশ। এ সময়ের মধ্যে কোম্পানির পক্ষ থেকে কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি।

তৃতীয় প্রান্তিকের (জুলাই ’১৪-সেপ্টেম্বর ’১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়ার লিজিংয়ের কর পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ৯ লাখ ৭০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ০.০০৯ টাকা। যা আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা ও প্রতি শেয়ারে লোকসান ছিল ০.২৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *