ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংক ১রা:২ হারে রাইট ছাড়বে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানি ১রা:২ অর্থাৎ ২ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে; তবে এতে কোনো প্রিমিয়াম থাকবে না।

আগামী ২৭ অক্টোবর ব্যাংকটি বিশেষ সাধারণ সভার (ইজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ৬ অক্টোবর।

বিনিয়োগকারীদের সম্মতি নেওয়ার জন্য বিশেষ সাধারণ সভাটি (ইজিএম) আহবান করা হয়েছে।

ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন চেয়ে আবেদন করবে ব্যাংকটি।

স্টকমার্কেটবিডি.কম/এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *