ফার্স্ট ক্যাপিটালকে জড়িমানা এবং গ্লোব ও টোটাল কমিউনিকেশনকে সতর্কপত্র

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে ফার্স্ট ক্যাপিটাল ব্রোকারেজ হাউজকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া দুই সিকিউরিটিজকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬২৫ তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ গ্রাহকদের ‘জেড’ ক্যাটাগরির শেয়ার মার্জিন ঋণ প্রদান, ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে অর্থ সমন্বয় সুবিধা প্রদান এবং নগদ হিসাবে মার্জিন ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ আইন লংঘন করেছে। যে কারনে হাউজটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, গ্লোব সিকিউরিটিজ লিমিটেড থেকে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে অর্থ সমন্বয় সুবিধা প্রদান করার মাধ্যমে কমিশনের নির্দেশনা লংঘন করা হয়েছে। অন্যদিকে, টোটাল কমিউনিকেশন লিমিটেডেও একই অনিয়ম করা হয়ছে।

যে কারনে এই দুই ব্রোকারেজ হাউজকে বিএসইসি সতর্কপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *