বন্ধের দিনই খুলবে শেয়ারবাজার

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক:

সরকারি অফিস ও ব্যাংকের পাশাপাশি সরকারী ছুটির দিন আগামী ১৬ জুলাই শনিবার দেশের দুই শেয়ারবাজারও খোলা থাকবে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ মোতাবেক ৪ জুলাই ২০১৬ তারিখ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ৪ জুলাই রবিবারের পরিবর্তে ১৬ জুলাই শনিবার ডিএসই-সিএসই খোলা থাকবে ও লেনদেন চলবে।

এবার ৬ জুলাই ঈদুল ফিতর ধরে আগামী ৫, ৬ ও ৭ জুলাই এই ঈদের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই শব-ই কদরের ছুটি। ঈদের আগে শুধু শব-ই কদরের ছুটির পরের দিন ৪ জুলাই অফিস খোলা ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই ছুটি ঘোষণা করায় এবার ঈদে ১ জুলাই থেকে টানা নয়দিন ছুটি পাচ্ছেন দেশের ১৩ লাখ সরকারি চাকুরে। ঈদের পর ১০ জুলাই রোববার প্রথম অফিস করবেন তারা।

সরকারি অফিসের মতো ঈদের সময় টানা নয় দিন বন্ধ থাকবে দুই শেয়ারবাজারও।

এদিকে ঈদের আগে ১ জুলাই থেকে ছুটি শুরু হলেও ২, ৩ ও ৪ তারিখ ব্যবসায়ীদের সুবিধার্থে কিছু এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

৪ তারিখ ছুটি ঘোষণা করায় সরকারি অফিসের মতো ১৬ জুলাই শনিবারও সব ব্যাংক খোলা থাকবে।

শেয়ারবাজারে সাধারণত রোববার থেকে বৃহস্পতিবার লেনদেন হয়।

এবার ঈদুল ফিতরের আগে শেষ লেনদেন হবে ৩০ জুন। এরপর নয় দিন বন্ধের পর ১০ জুলাই লেনদেনে ফিরবে ডিএসই ও সিএসই।

ঈদের পর দুই স্টক এক্সচেঞ্জের দাপ্তরিক কাজ আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।

রোজায় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা দাপ্তরিক কাজ এবং সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *